শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!
Uncategorized

সম্পত্তি ফিরে পেতে ডিপজলের বাড়িতে জয় চৌধুরী হামলা!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি প্রযোজক আবার তিনি নায়ক। ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। তরুণ প্রজন্মের আলোচিত নায়ক জয় চৌধুরীর সঙ্গে ডিপজলের সম্পর্কটা চাচা-ভাতিজার। ডিপজলের হাত ধরেই সিনেমায় পথচলা শুরু জয়ের। প্রথম থেকেই ডিপজলকে চাচ্চু বলেই ডাকেন জয়। অন্যদিকে ডিপজলও স্নেহের বাঁধনে বেঁধে রেখেছেন এই অভিনেতাকে। কিন্তু অর্থবিত্ত, প্রভাব প্রতিপত্তির লড়াইয়ের সঙ্গে সঙ্গে একই নারীর প্রেমে পড়েছেন দুজনই। এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। সেখান থেকেই মুখোমুখি সংঘর্ষ, মারামারি। তবে বাস্তবে নয়। তাদের দুজনকে এই লড়াইয়ে দেখা যাবে ‘মানুষ কেন মানুষ’ ছবিতে। এই চাচা-ভাতিজা এবার শত্রু শত্রু খেলায় মেতে উঠেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) সাভারে এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং হয়। সেখানে মুখোমুখি হন চাচা-ভাতিজা অর্থাৎ ডিপজল-জয়। মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবির ফাইট ডিরেক্টর হিসেবে রয়েছেন মিঠু। জয় চৌধুরী বলেন, ‘গল্পে আমার চরিত্রটি একজন ব্যবসায়ী। আর চাচ্চুর (ডিপজল) একজন গুণ্ডার। দুজনে একই এলাকার হওয়াতে শত্রুতা প্রভাব বিস্তার নিয়ে। এ নিয়ে দুজনের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে। এই ঘটনাগুলোকে কেন্দ্র করেই দুজনের মধ্যে এই লড়াই। শুধু তাই না। দুজনেই ভালোবাসি একটি মেয়েকে। সব মিলিয়ে টানটান উত্তেজনার একটি ছবি হতে যাচ্ছে ‘মানুষ কেন অমানুষ’। ছবিটি দর্শকের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’ গত ১৫ জানুয়ারি সাভারে ছবিটির শুটিং শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারির মধ্যেই শুটিং শেষ হওয়ার কথা। ছবিতে ডিপজল-জয়ের বিপরীতে রয়েছেন এ প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা মৌ খান। ছবিটি প্রযোজনা করছে ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ