টিভি নাটকের প্রযোজনায় কোমর বেঁধে নেমেছে সরকার মিডিয়া। তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একের পর এক কনটেন্ট সাড়া জাগাচ্ছে। সেই ধারাবাহিকতায় সরকার মিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে নাটক ‘গহনা’। আরিফুল ইসলাম স্বপনের গল্প এবং অপূর্ণ রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হুমায়ুন রশিদ সম্রাট। পছন্দের গহনা, সংকট, সম্ভাবনা, পরিবার ও ভালোবাসার অদ্ভুত টানাপোড়েনের এই গল্পে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ।
জোভান-ফারিণ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সাবেরী আলম, জাকির হোসেন রাসেল, আফরোজা শশী, তৃণা, তিতলী পাপিয়া, হ্যাপি, আরাবী প্রমুখ। গহনার নির্বাহী প্রযোজক শাহেদ চৌধুরী। এইচ এম জামানের সিনেমাটোগ্রাফিতে এর সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রমজান আলী। নাটকটি বৃহস্পতিবার রাত ৮ টায় আরটিভিতে প্রচারিত হবে। একই দিনে রাত ৯ টায় সরকার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
Leave a Reply