ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। বিরতিহীন ভাবে দীর্ঘ দিন ধরেই শোবিজে কাজ করছেন তিনি। গত বছরের মার্চে আসা করোনা ভাইরাসে নিজেকে পুরোদমে নিজেকে ঘরবন্দি করে রাখেন। নতুন স্বাভাবিক অবস্থায় সবাই কাজে ফিরলেও সজল একটু সময় নিয়ে কাজে ফিরেন। কথা ছিল গত বছরই বিয়ে করবেন সজল। কিন্তু হঠাৎ করোনার থাবায় সজলের বিয়ে পিছিয়ে যায়। তবে করোনার ভ্যাকসিন চলে আসায় সজলের মনে স্বস্তি এসেছে। আস্তে আস্তে অবস্থা স্বাভাবিক হলে বিয়ে করবেন তিনি। ২০২০ সালে তাঁর বিয়ের পাকা কথা ছিল, কিন্তু করোনায় সেটা আর হয়ে ওঠেনি। এবার সব পাকাপাকি হলেই জানাবেন। সজল বলেন, বিয়ে একটি আনুষ্ঠানিকতার বিষয়। অনেক মানুষের জড়ো হওয়ার বিষয় আছে। ভ্যাকসিন আসুক, করোনার ঝুঁকি থেকে আমরা মুক্ত হলেই বিয়ের ঘোষণা দেব। সেটা যেকোনো সময় হতে পারে।
নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ তিন মাধ্যমেই কাজ করছেন সজল। সম্প্রতি সজল ‘জুতা চরণ বাবু’ শিরোনামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন মডেল-অভিনেত্রী সারিকা। খুব শীঘ্রই এটি প্রচার হবে। এছাড়া সজল-প্রভা জুটি বেঁধে অভিনয় করেছেন আসন্ন ভালোবাসার জন্য নির্মিত ‘প্রত্ননারী’ শিরোনামের একটি নাটকে। সজল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’ সিনেমাটি। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে চিত্রনায়িকা পূজার সাথে দর্শক সজলের রসায়ন দেখতে পাবে।
Leave a Reply