জমজমাট প্রতিবেদক: সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী-সুরকার কাজী শুভ। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিক ভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। অনেক গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে তার কণ্ঠে। গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবেও সফল তিনি। নিজের তো বটেই, তার সুরে অন্যের কণ্ঠের অনেক গানও পেয়েছে জনপ্রিয়তা।
ঈদ উপলক্ষে খুব শিগগির আসছে জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর ‘দুঃখ দিলা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এন আই বুলবুলের কথায় গানটি সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। এরইমধ্যে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন রোহান মাহমুদ। অভিনয় করেছে জামশেদ শামীম ও আশপিয়া ওহী। মিউজিক ভিডিওটি প্রকাশ করবে আরসিটি এন্টারটেইনমেন্ট। প্রযোজনা প্রতিষ্ঠানটি মিউজিক ভিডিওটি নিয়ে দারুণ আশাবাদী।
শুভ বলেন, ‘ঈদে কয়েকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হবে। তারমধ্যে এই গানের মিউজিক ভিডিওটিও থাকছে। গানটির কথা ও সুর সবার মনে দাগ কাটবে।’
Leave a Reply