তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী মুহাম্মদ মিলন নতুন বছরটি শুরু করলেন চলচ্চিত্রের গান দিয়ে। সস্প্রতি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার গানে কন্ঠ দিয়েছেন তিনি। এ ছবি দিয়ে প্রথমবার জুটি হলেন চিত্রনায়ক আসিফ ইমরোজ ও দীঘি। এটি মিলনের চর্তুথ সিনেমার গান।
মিলন বলেন, ‘আলহামদুলিল্লাহ বছর শুরু করলাম চলচ্চিত্রের গান দিয়ে। দেলোয়ার জাহান ঝন্টু স্যার পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ এই সিনেমার টাইটেল ট্রাক তুমি আছো তুমি নেই গানটি আমি ও বাঁধন সরকার পূজা আপু কন্ঠ দিয়েছি। আশা করি চলচ্চিত্রের এই গানটি দর্শকের ভীষণ ভালো লাগবে। গানটি সংগীত পরিচালনা করেছেন আমার পছন্দের সংগীত পরিচালক রিমো বিপ্লব। আশা করি এই সিনেমাটি দর্শকরা সবাই হলে গিয়ে উপভোগ করবে।’
Leave a Reply