চিত্রনায়িকা আইরিন সুলতানা। চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু সিনেমা। আগামী মার্চ মাসে অর্থাৎ স্বাধীনতার মাসে মুক্তি পেতে যাচ্ছে আইরিন অভিনীত অরণ্য পলাশ পরিচালিত সিনেমা ‘গন্তব্য’। এতে আইরিনের বিপরীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস থেকে চিত্রনায়িকা আইরিনকে একজন বিচারক হিসেবে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন তিনি। স্যাটেলাইট চ্যানেলে এনটিভি আয়োজিত একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে দেখা যাবে আইরিনকে। তিনি জানান বিভাগীয় প্রত্যেকটি শহরে বিচারক হিসেবে তাকে কাজ করতে হবে। যার জন্য এখন থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে আইরিন অভিনীত বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্র ছায়া’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায় আছে। আইরিন সর্বশেষ রাজীব রসূলের পরিচালনায় একটি হাসপাতালের এবং বেলাল ইমুর পরিচালনায় নতুন একটি প্রতিষ্ঠানের চশমা ও সানগ্লাসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। দ্বিতীয় বিজ্ঞাপনটিতে তিনি প্রথমবারের মতো সজলের সঙ্গে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
Leave a Reply