ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। ১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। এরপর উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চাঁদের আলো, কুলি ও দোলা অন্যতম। খলনায়ক হিসেবেও এ অভিনেতা সফল। তিনি চলচ্চিত্রের একজন নেতাও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নেতৃত্বের সঙ্গে জড়িয়ে দীর্ঘদিন ধরেই। তিনি ফিল্ম ক্লাবের সদ্য বিদায়ী জেনারেল সেক্রেটারি। গেল ৩০ বছর ধরে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের প্রিয় সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। আগামী ৬ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
চিত্রনায়ক ওমর সানী এবার সভাপতি পদের জন্য প্রার্থী হয়েছেন। এরইমধ্যে তার নেতৃত্বে একটি প্যানেলও ঘোষণা করা হয়েছে। সেখানে আরও আছেন মাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, নজরুল রাজ। নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোট চাইছেন ভোটারদের কাছে। ভোট চেয়েছেন ওমর সানীও। ফোনে, সোশাল মিডিয়ায় সবখানে সক্রিয় রয়েছেন বলে জানান তিনি।
Leave a Reply