আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেল অসহায় হয়ে পড়েছেন। তবে বাস্তবে নয় সম্প্রতি ‘অসহায়’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। আসছে ভালোবাসা দিবস এমন শিরোনামের গানের মিউজিক ভিডিও মুক্তি পাবে। আহমেদ রিজভীর কথায় সুর ও সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ুন। এ গানটিও প্রকাশ করছে সাউন্ডটেক।
গান প্রসঙ্গে নোবেল বলেন, ‘অভিনয়’ গানের মাধ্যমে যে ভালোবাসা পেয়েছি সেই ধারাবাহিকতায় এটি শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসে আমার আরেকটি নতুন উপহার ‘অসহায়’। আমরা সবাই চেষ্টা করছি ভালো কিছু করার। আশা করছি গানটি ভালো লাগবে শ্রোতাদের।
Leave a Reply