সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ওয়েব চলচ্চিত্র ‘কসাই’। আর ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ এর শীর্ষ দশের প্রতিযোগী প্রিয়মনি। এর মাধ্যমে প্রথমবার জুটি হচ্ছেন নিরব-প্রিয়মনি। ওয়েব চলচ্চিত্রটি নির্মাণ করবেন অনন্য মামুন। এ প্রসঙ্গে নিরব বলেন, ‘গল্পনির্ভর ওয়েব ফিল্ম এটি। প্রতিটি দৃশ্য সাসপেন্সে সমৃদ্ধ। একটি ট্র্যাপে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই মূলত ‘কসাই’ ওয়েব চলচ্চিত্র নির্মিত হবে।’
প্রিয়মনি বলেন, ‘সিনেমায় নাম লিখিয়ে এরইমধ্যে বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছি তবে সব সিনেমায় কাজ করে সংখ্যা না বাড়িয়ে মানসম্মত কিছু কাজ করতে চাই। ‘কসাই’ ওয়েব সিনেমার চরিত্রটি পছন্দ হয়েছে তাই করার আগ্রহ প্রকাশ করি। প্রথমবার নিরব ভাইয়ের সাথে কাজ করছি। এখনই এর বেশি বলা যাবে না বাকিটা চমক। তবে নতুন এক প্রিয়মনিকে দর্শক দেখতে পাবে। আশা করছি দর্শক পছন্দ করবে।’
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) থেকে মেহেরপুর জেলায় সিনেমাটির শুটিং শুরু হবে। মুক্তি দেয়া হবে ওটিটি প্ল্যাটফর্মে। সেলিব্রেটি প্রডাকশন হাউজ প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করবেন রাশেদ অপু, নওশাবা, শাহীন মৃধা, এল আর খান সীমান্ত, রিও প্রমুখ। প্রিয়মনি অভিনীত ‘বর্ডার’ ও ‘ভালোবাসার প্রজাপতি’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। নিরব সম্প্রতি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ফিরে দেখা’য় যুক্ত হয়েছেন। মার্চে রাজবাড়িতে ছবির দৃশ্য ধারণ শুরু হবে। হাতে রয়েছে বন্ধন বিশ্বাসের সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ও ‘অফিসার রিটার্নস’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, ডায়েল রহমানের ‘তিতুমীর’ ও বুলবুল জিলানির ‘রৌদ্র ছায়া’।
Leave a Reply