ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক বিভিন্ন ছবিতে নানা চরিত্রে হাজির হয়েছেন। এবার তিনি ধরা দিচ্ছেন গায়ক হিসেবে। ছবির নাম ‘লাইভ’। এই প্রথমবার গায়ক চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন সাইমন। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।
সাইমন বলেন, কয়েকদিন ধরেই সিনেমাটির শুটিং করছি। বেশ গোছানো পরিচ্ছন্ন একটি টিম নিয়ে কাজ চলছে। পুরোদমে কাজ করছি। উপভোগ করছি। সেইসঙ্গে এটাও প্রত্যাশা এই সিনেমা ও আমার চরিত্রটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। ‘লাইভ’ সিনেমায় সাইমনের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।
সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটি বেঁধে একাত্রিক সিনেমায় অভিনয় করেছেন। এ জুটির ‘পোরামন’ সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়। এরপর জুটি হয়ে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। এছাড়া শাহীন সুমন এর ‘গ্যাংষ্টার’, শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’ এক সঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে।
Leave a Reply