শিল্পী লায়লার নতুন একটি গান আসছে গানের ডালির ব্যানারে। একই সঙ্গে গানটির একটি ভিডিও করা হয়েছে। খুব শিগগিরই এটি মুক্তি দেওয়া হবে গানের ডালি ইউটিউব চ্যানেলে। ‘নষ্ট মেয়’ শিরোনামে এ গানটির গীতিকার ও সুরকার জামাল রেজা। বিনোদ রায়ের মিউজিক কম্পোজিশনে গাওয়া গানটির মূল বিষয় প্রবাসী নারী শ্রমিকদের জীবনকাহিনি।
গান প্রসঙ্গে গীতিকার জামাল রেজা বলেন, সংসারে সাচ্ছন্দ্য আনতে পুরষদের পাশাপাশি অসংখ্য নারী শ্রমিক কাজের আশায় বিদেশ যান। তারা অর্থনৈতিক সচ্চলতার জন্য অক্লান্ত পরিশ্রম করে দেশে থাকা স্বামী-সন্তানদের জন্য টাকা পাঠান। কিন্তু কোন এক সময় দেখা যায় সেই প্রিয়জনরাই তাকে দূরে সরিয়ে দেন। এসব বিষয় উঠে এসেছে গানটিতে।
শিল্পী লায়লা বলেন, গানটি গেয়ে যেন এদেশের হাজারও প্রবাসী নারী শ্রমিকদের সঙ্গে হৃদয়ের একাত্মতা প্রকাশের একটা সুযোগ পেলাম। এছাড়া গানটির কথা ও সুর খুবই সুন্দর। এজন্য গীতিকার ও সুরকার জামাল রেজার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুন্দর সব লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়। এতে অভিনয় করেছেন অভিনেতা মাজনুন মিজান ও মিথিলা আহমেদ। আশা করি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
Leave a Reply