ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক আসিফ ইমরোজ। গত বছর চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার শুটিং করেন। একটানা কাজ করে শেষ করা হয় সিনেমার কাজ। সম্প্রতি ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিতে আসিফের বিপরীতে অভিনয় করেছেন দীঘি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সুব্রত, শবনম পারভীন প্রমুখ।
আসিফ ইমরোজ বলেন, নতুন বছরের প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১২ মার্চ সিনেমাটি দেশব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার গল্প ও নির্মাণে বৈচিত্র্য রয়েছে। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবে। দর্শকদের কাছে অনুরোধ থাকবে স্বাস্থ্যবিধি মেনে হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য।
Leave a Reply