না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুর সাথে ৪৭ দিল লড়াই করে আজ মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এর আগে স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে তারিনের বাবাকে ফের সিসিইউতে স্থানান্তরিত করা হয়।
তারিন জাহানের বাবা মো. শাহজাহান অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে গত বছরের শেষের দিকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান।
Leave a Reply