দেশসেরা নায়ক শাকিব খান। দীর্ঘ দিনের সিনেমা খরা কাটিয়ে নতুন ছবিতে যুক্ত হলেন তিনি। ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা তপু খান। এ ছবি দিয়ে সিনেমায় নাম লেখালেন তিনি। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা বুবলী। নতুন ছবি দিয়ে ফের এক হচ্ছেন তারা। মাঝে খবর রটে শাকিব-বুবলীর সম্পর্কে ফাটল ধরেছে আর নতুন সিনেমায় এক সঙ্গে দেখা যাবে না তাদের। তার কিছু দিন পরই জানা যায় শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা থেকে বাদ পড়ছেন বুবলী। শাকিবের ‘প্রিয়তমা’ হচ্ছেন অন্য নায়িকা। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সংবাদ সম্মেলনে এক হলেন শাকিব-বুবলী।
তবে পুরো অনুষ্ঠানে সারাক্ষণ নিজেদের এড়িয়ে গেলেন তারা। শাকিব খান ও শবনম বুবলী; দীর্ঘ এক বছর পর দুজনের প্রকাশ্যে দেখাদেখি, অন্তত মিডিয়া তা-ই জানে। কিন্তু সারাক্ষণ যেন অদৃশ্য এক বাধার দেয়াল দুজনের দূরত্ব বাড়িয়ে রাখলো! অথচ দুজনের রসায়ন সরাসরি দেখার জন্য মিডিয়ার উপচেপড়া ভিড় ছিল এই করোনাকালেও। বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তারা দুজনই যেন দাঁড়িয়ে থাকলেন নিরাপদ দূরত্বে।
এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া সম্প্রতি স্বল্প বাজেটে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। এছাড়াও সফল প্রযোজক-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, মোহনা মুভিজ আইসিইউতে থাকা বাংলা সিনেমা চাঙ্গা করতে স্বল্প বাজেটে বেশ কিছু সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে বেশ কিছু সিনেমার নির্মাণ কাজ শেষ করেছেন তারা। একপর্যায়ে বেশ ক্ষোপ প্রকাশ করলেন শাকিব খান। বকা দিলেন ‘স্টুপিড’ বলেও। জানালেন, ১০০টা বাজে সিনেমার দরকার নেই। ইন্ডাস্ট্রি বাঁচাতে একটি ভালো সিনেমাই যথেষ্ট। নতুন ছবির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এসে নিজ বক্তব্যে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন নায়ক শাকিব খান।
তার ভাষায়, যেখানে পাশের দেশের ছোট্ট মালায়লাম ইন্ডাস্ট্রি এখন ৩শ কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, সেখানে আমরা নাকি ১০/২০ লাখে নেমে এসেছি! হোয়াট আ ফিল্ম! যারা সিনেমাকে এ অবস্থায় নামিয়েছে তারা বলছেন, ‘ভাই না খেয়ে মরছে ইন্ডাস্ট্রির মানুষ। ওদের আমি কাজ দিচ্ছি।’ আমার কথা স্পষ্ট, তোমার কাজ দেওয়ার দরকার নাই। স্টুপিড! তুমি কে কাজ দেওয়ার? এরপরই বলেন, আমার ১০০/৫০০ ছবির দরকার নেই। একটা ভালো ছবিই ঘুরিয়ে দিতে পারে ইন্ডাস্ট্রির চাকা। অনেকেই জানেন, আমার এমনও অনেক ছবি আছে যেটা এক মাস চালিয়ে ছয় মাসের লোকসান পুষিয়ে নেন হল মালিকরা। আমাদের সেই ছবিটি দরকার। আমার ছবি শুধু চালার সাগরিকায় চলবে, সেই স্বপ্ন এখন আর দেখলে হবে না। সঙ্গে প্যারিসের স্বপ্নটাও দেখতে হবে।
তবে শাকিবের এমন বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি সিনেপাড়ার অনেকেই। তারা বলছেন, করোনা ভাইরাসে সবার মতো ইন্ডাস্ট্রিরও বড় ধরনের ক্ষতি হয়েছে। এমন অবস্থায় অচল ইন্ডাস্ট্রি সচল করতে বেশি বেশি সিনেমা নির্মাণ করতে হবে। হোক সেটা স্বল্প বাজেটের। সবাই যদি সবার অবস্থান থেকে সহযোগিতা করে তাহলেই সম্ভব। সবাই এক হয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ইন্ডাস্ট্রি। তাহলেই ঘুরে দাঁড়ানো সম্ভব।
Leave a Reply