শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
Uncategorized

সঞ্জীব দাসের ‘আলো-আঁধার

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

সমাজের বেঁধে দেয়া নির্ধারিত ধাপগুলো পার হয়ে যেতে পারে খুব অল্প মানুষেরাই। তারাই যুগ স্রষ্টা। কিন্তু যুগ স্রষ্টারা যে সব সময় পরিচিত হন তা নয়। চারপাশে বহু মানুষকে আলোকিত করে একসময় জীবন ও মৃত্যুর প্রহেলিকায় হারিয়ে যান অনেকেই। কিন্তু আলোর প্রতিফলন থামে না। ঠিক তেমনি এক আলোকবর্তিকার জীবনকেন্দ্রিক নতুন ধারাবাহিক নাটক ‘আলো-আঁধার’। মহীউদ্দীন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জীব দাস। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত তারকাবহুল ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সমু চৌধুরী, মাহামুদুল ইসলাম মিঠু, ইসরাত জাহান চৈতি, তানিয়া বৃষ্টি, গোলাম কিবরিয়া তানভীর, শৈলি আহসান, অপু আহমেদ, তানভীর মাসুদ, নুসরাত জাহান রুহি, নাসিমা খানম প্রিমা, ইমরান হাসু, দ্বীপ রাজ, সিরাজ আহমেদ প্রমুখ। সোমবার রাজধানীর উত্তরায় এই ধারাবাহিকটির দৃশ্য ধারণ শুরু হয়।

নির্মাতা সঞ্জীব দাস বলেন, ‘বাংলা ভাষাভাষী সকল মানুষের এই ধারাবাহিকটি ভালো লাগবে। এখানে মফস্বলের চিরাচরিত আটপৌঢ়ে জীবনের পাশাপাশি দেখা যাবে শহুরে জীবনের উজ্জ্বল প্রতিচ্ছিবি। ফলে এই নাটকের প্রতি আকর্ষণ থাকবে গ্রাম ও শহুরে দর্শকের। একইসঙ্গে প্রবাসী দর্শকও এই নাটকটি পছন্দ করবে বলে আশা ব্যক্ত করছি। অচিরেই এটিএন বাংলায় নতুন ধারাবাহিকটি প্রচার শুরু হবে।’

আনিসুর রহমান মিলন বলেন, ‘নতুন ধারাবাহিকটির গল্পটি বেশ চমৎকার। গল্পে নতুনত্ব আছে। এটি সাধারণ ধারাবাহিকের মতো নয়। গল্প ভালো না হলে ধারাবাহিক নাটকে কাজ করি না। এ ধারাবাহিকের গল্পটি ভালো লেগেছে। দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে। আশা রাখছি তাদের ভালো লাগবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ