বর্তমানে ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন টালিউডে সুন্দরী অভিনেত্রী দর্শনা বণিক। গদবাঁধা ছক থেকে বেরিয়ে নিজের স্টাইলে একের পর এক ফটোশুটে উষ্ণতার পারদ চড়াচ্ছেন তিনি। চলচ্চিত্র ও ওটিটি প্রকল্পে ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রী মোবাইল ফোন ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
গুরুত্বপূর্ণ কলে অংশ নেয়া ছাড়া মোবাইল ব্যবহার করবেন না জানিয়ে দর্শনা বলেন, ‘চারপাশের বেশিরভাগ মানুষের মতো আমিও ফোনে আসক্ত হয়ে পড়েছি। আমি বুঝতে পেরেছি, অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে আমার প্রতিদিনের সময় সূচি থেকে মূল্যবান মুহূর্তগুলো সরিয়ে নিয়েছে। আমি ঠিকভাবে ঘুমানোর সময় পাচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘আমার ফোনে একটি সিস্টেম রয়েছে, যেখানে আমি আমার স্ক্রিনের সময় লগইন করতে পারি। আমি যদি দেড় ঘন্টার বেশি ব্যবহার করি তাহলে এটি বীপ দেয়া শুরু করে। এতে আমাকে সতর্ক করে দেয়, মোবাইল ব্যবহারে আমার দিনের সময়সীমা শেষ হয়েছে। কয়েক সপ্তাহ ধরে আমি এটি অনুশীলন করছি এবং বেশ উপকার পেয়েছি।’
Leave a Reply