ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কলিজাতে দাগ লেগেছে’। এতে এক সঙ্গে প্রথমবার অভিনয় করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শাকিলা পারভীন, সুপ্ত ও আসমা ঝিলিক। শাপলা মিডিয়া প্রযোজিত চলচ্চিত্র নির্মাতা জসিম উদ্দিন জাকির পরিচালিত তৃতীয় সিনেমা এটি। শাপলার ১০০ ছবির এটি একটি। গত বুধবার থেকে চলছে ছবির দৃশ্য ধারণ। একটানা কাজ করে শেষ করা হবে সিনেমার শুটিং।
নির্মাতা জাকির জানান, ‘অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কলিজাতে দাগ লেগেছে’। যে গল্পে নায়ক তার জীবন ও সংসারের জন্য বিসর্জন দেয় তার ভালোবাসা। বাকিটা দেখতে হলে সিনেমাটি দেখতে অপেক্ষা করতে হবে। নতুনদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। নতুন তিন মুখ নিয়েই তৃতীয় ছবির যাত্রা শুরু করেছি। সবাই দোয়া করবেন।’
শাকিলা পারভীন বলেন, ‘আমার চরিত্রের নাম কথা। কলেজ পড়ুয়া মেধাবী শিক্ষার্থী। সারাক্ষণ পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকি। একটা সময় কলেজের এক ছেলের সাথে প্রেম হয়। বাকিটুকু জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে সিনেমাটি দেখার জন্য। সুপ্তর সাথে এর আগেও এক সঙ্গে জুটি হয়ে কাজ করেছি তবে বড়পর্দার জন্য এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। আশা করছি দর্শক আমাদের জুটি পছন্দ করবে।’
সুপ্ত বলেন, ‘আমার চরিত্রের নাম শিশির। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবিটি। আশা করছি গল্পটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’ আসমা ঝিলিক বলেন, ‘ছবিতে গুরুত্বপর্ণ চরিত্রের একটি চরিত্রে অভিনয় করছি। আশা রাখছি দর্শকদের ভালো লাগবে।’ ছবিতে আরও অভিনয় করছেন রেবেকা রউফ, বড়দা মিঠু, আসমা ঝিলিক, আজিজুল হাকিম সীমান্ত, রাজু সরকার, ববি, জ্যাকি আলমগীর, বাদল, হায়দারর আলী, শিশুশিল্পী মুসকান প্রমুখ।
Leave a Reply