নায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের প্রেস কনফারেন্সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হলেন সাংবাদিকরা। গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) জলিল তার নতুন দুই চলচ্চিত্রের কুশীলদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের আমন্ত্রণ করে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানেই এই নেক্কারজনক ঘটনা ঘটেছে বলে উপস্থিত সাংবাদিকদের বেশ কয়েকজন নিশ্চিত করেছেন। ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন সাংবাদিককে হেনস্তার শিকার হতে হয়। এতে চটে গিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে চাইলে অনন্ত জলিল নিজে এসে গণমাধ্যমকর্মীদের নিকট দুঃখ প্রকাশ করে ‘সরি’ বলেন, এরপরে সাংবাদিকরা শান্ত হলেও কিছু সাংবাদিক অনুষ্ঠানে অংশ না নিয়ে চলে যান।
জানা গেছে, ওই অনুষ্ঠানে আমন্ত্রণপত্র না নিয়ে আসায় একজন সিনিয়র সাংবাদিককে দায়িত্বরত এক কর্মী বাজে ব্যবহার করে ও ‘দেখে নেওয়া’র বাক্য ব্যবহার করেন। সঙ্গে সঙ্গে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলে অনন্ত জলিল নিজেই ছুটে আসেন। ভুক্তভোগী গণমাধ্যমকর্মীদের ‘সরি’ বলেন।
Leave a Reply