কণ্ঠশিল্পী মেজবা শরীফ। গান করছেন অনেক দিন ধরে। অন্যদিকে এ প্রজন্মের গায়িকা বৃষ্টি। তারকা শিল্পীদের সঙ্গে দ্বৈত গান করে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। এবার মেজবা ও বৃষ্টি একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। শিরোনাম ‘ইশারা’। শিগগিরই ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে সঙ্গীতার ব্যানারে। এমনটাই জানিয়েছেন শিল্পী মেজবা।
‘ইশারা’ গানের কথা লিখেছেন ও সুর করেছেন শিল্পী মেজবা নিজেই। কথা-সুরের ভাব বজায় রেখে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। মেজবা শরীফ জানান, ইতোমধ্যে অডিওর কাজ সম্পন্ন হয়ে গেছে। এছাড়া ভিডিওর কাজও শুরু হয়েছে। শিগগিরই বাকি কাজ শেষ করে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।
নতুন এই গান নিয়ে মেজবা শরীফ বলেন, আমি এ পর্যন্ত বেশ কিছু গান করেছি। তবে ‘ইশারা’ আমার ক্যারিয়ারের সেরা গান। এই গানের কথা-সুর আমি ভীষণ যত্ন নিয়ে সাজিয়েছি। এছাড়া পুরো প্রোজেক্টটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করছি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।
Leave a Reply