ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি শিশুদের উপযোগী গল্প নিয়ে নির্মিত একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘বাবা থাকে বাসায়’। গোলাম মুক্তাদির শানের পরিচালনায় এর কয়েকটি পর্বের শুটিংও এরই মধ্যে সম্পন্ন করেছেন এ অভিনেত্রী। এটি প্রচার হবে দুরন্ত টিভিতে। এ নাটক প্রসঙ্গে স্বাগতা বলেন, শিশুদের নাটকে অভিনয় করতে ভালো লাগে। শিশুদের সঙ্গ পেতেও ভালো লাগে। আমি মনে করি টিভির বেশির ভাগ দর্শকই শিশু। তাই ওদের জন্য কাজ করতে পারাটাও আনন্দের। দর্শকদেরও ধারাবাহিকটি পছন্দ হবে।
পাশাপাশি উপস্থাপনাতেও ব্যস্ত সময় পার করছেন স্বাগতা। সম্প্রতি বিটিভিতে ‘রুপালি ঢেউ’ এবং একুশে টিভিতে ‘অনুরোধের ছায়াছন্দ’ নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এ অভিনেত্রী আফসানা মিমির পরিচালনায় ‘শায়ংকাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে ‘মানুষের বাগান’, ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘পাপপুণ্য’ নামের ছবি তিনটি।
Leave a Reply