জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শামীম জামান সম্প্রতি নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’। মোহাম্মদ মামুন অর রশীদ এর রচনায় ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান, ফারজানা রিক্তা,নীলা ইসলাম প্রমুখ। জানা গেছে, নতুন ধারাবাহিকটি ১০৪ পর্বের টার্গেট নিয়ে নির্মিত হয়েছে।
এর আগে মোশাররফ করিমকে নিয়ে শামীম জামান নির্মাণ করেন আনন্দগ্রাম, ঝামেলা আনলিমিটেড, চাটাম ঘর নামের ধারাবাহিকগুলো। সব নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছিল। নতুন ধারাবাহিকটি নিয়ে আশাবাদী শামীম জামান। তিনি বলেন, আমার নাটকে সব সময় সমাজে বার্তা দেওয়ার চেষ্টা থাকে। নতুন ধারাবাহিক নাটকের গল্পটি চমৎকার। আশা করছি দর্শক পছন্দ করবে। অচিরেই মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার শুরু হবে।
Leave a Reply