রাজবাড়ীর গোয়ালন্দ মঙ্গলবার শুরু হয়েছে নিরব-অর্চিতা স্পর্শিয়া অভিনীত ‘ফিরে দেখা’ চলচ্চিত্রের শুটিং। এতে নিরবের চরিত্রের নাম আমিন। ১৯৭১ সালের একজন মুক্তিযোদ্ধা সে। স্পর্শিয়াকে দেখা যাবে নাসিমা চরিত্রে। তাদের সাজগোজে সত্তর দশকের ছাপ থাকবে। ছবিটি পরিচালনা করছেন অভিনেত্রী রোজিনা।
নিরব জানান, ‘এখানে একটানা ২০ দিন শুটিং হবে। গান দিয়ে শুরু হয়েছে শুটিং। রাজবাড়ীর জেলার পদ্মা নদীর পাড়ে গানের চিত্রায়ণ হয়। চরিত্রটি ফুটিয়ে তুলতে নতুন লুক বেছে নিতে হয়েছে। নতুন লুকের ছবি ফেসবুকে দিতেই সবাই প্রশংসা করছেন। আশা করছি আমরা দর্শকদের ভালো একটি উপহার দিতে পারবো।’ ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ফিরে দেখা’। গল্পটি রোজিনার নিজের। ১৯৭১ সালে নানাবাড়ি গোয়ালন্দের একটি পরিবারের ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি।
Leave a Reply