অভিনেত্রী আসমা ঝিলিক। ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। বর্তমানে ঝিলিক চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শেষ করেছেন শাপলা মিডিয়া প্রযোজিত জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘কলিজাতে দাগ লেগেছে’। নির্মাণাধীন অপূর্ব রানার ‘গিভ অ্যান্ড টেক’, নূর মোহাম্মদ মনির ‘বাংলার ভাবী’, মোহাম্মদ আসলামের ‘সমাধান’ ও ‘বদলা’, মোঃ সফিউল্লাহর ‘চোখ যে মনের কথা বলে’, মান্নান সরকারের ‘কি করে বলবো প্রিয়তমা’। আগামী ১৪ মার্চ থেকে শুরু করবেন মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’।
এ প্রসঙ্গে আসমা ঝিলিক বলেন, ‘প্রতিটি ছবিতেই দর্শক ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় দেখতে পাবে। চেষ্টা করছি নিজের সেরাটা দিয়ে কাজ করতে। সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চাই। হতে চাই সবার প্রিয় অভিনেত্রী। নায়িকা হতে হবে এমন কোনো কথা নেই। একজন দক্ষ অভিনেত্রী হতে চাই। ভালো গল্প পেলে যে কোনো কাজ করতে রাজি আছি।’
Leave a Reply