জনপ্রিয় কন্ঠশিল্পী ইলিয়াস হোসেন বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। অন্যদিকে অডিও-চলচ্চিত্র দুই মাধ্যমেই দাপিয়ে বেড়াচ্ছেন সোমনুর মনির কোনাল। আরটিভি ফোক স্টেশনের সফল প্রথম সিজনের পর দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কন্ঠশিল্পী সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিস। ফাঁকে ফাঁকে চলছে অডিও ও সিনেমার গানের কাজ। এই সফল ত্রয়ী প্রথমবারের মতো একসাথে কাজ করলেন। এসকে দীপের কথায় যাও পাখি বলো তারে সিনেমার জন্য গাইলেন ইলিয়াস ও কোনাল।
‘মনের দুঃখ মনে লুকাই, হাসি রাখে মুখে’ শীর্ষক গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। এই ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটির মূল দুটি চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাাহহ ও শিপন। নতুন গান প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘আগের মতো নিয়মিত গান না করলেও চলচ্চিত্রের এই গানটিতে কণ্ঠ দেওয়া আমার জন্য বিশেষ। কারণ এটাই আমার প্রথম প্লেব্যাক।’ জে কে মজলিশ বলেন ‘অনেক দিন পর ফোক আঙ্গিকের সিনেমায় কাজ করছি, শ্রোতাদের ভালোলাগা এবং গানের মান দুই দিকে খেয়াল রেখেই গানগুলো তৈরি করছি।’ কোনাল বলেন, ‘গানটি ফোক ঢঙের কিন্তু নতুন ফ্লেভার পাবেন দর্শকরা।’
Leave a Reply