কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীতপরিচালক আকাশ সেন। বাংলাদেশেও আকাশের কণ্ঠ অনেক পরিচিত ও জনপ্রিয়। এর কারণ বাংলাদেশের চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। শিরোনাম ‘একলা আকাশ’। তার সাথে গানটিতে কন্ঠ দিয়েছেন রিমা। শরিফ আল দিনের কথায় এর সুর করেছেন নাজির মাহমুদ, সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু।
সম্প্রতি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন সজিব খান ও ইলমা চৌধুরী। কোরিওগ্রাফির পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাইকেল বাবু ও রতন মিয়া। সজিব খান বলেন, ‘গানের কথাগুলো দারুণ। গাজীপুর ও ঢাকার মনোরম সব লোকেশনে গানের চিত্রায়ণ হয়েছে। খুব শীঘ্রই ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেল গানচিত্রটি মুক্তি পাবে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
Leave a Reply