ফতেপুর গ্রামে মিয়া বংশ ও খাঁ বংশের মধে দ্বন্দ্ব দীর্ঘদিনের। মিয়ারা এক সময় ধনাঢ্য ছিল। এখন আর ধনাঢ্য নেই। জমি বেচে বেচে তারা ফতুর হয়ে গেছে। কিন্তু এখনো তাদের দম্ভ আছে। খাঁ বংশের লোকজনদের তারা তাদের সমকক্ষ মনে করে না। ছোটলোক মনে করে। অন্যদিকে খাঁ বংশের লোকজন এক সময় দরিদ্র থাকলেও এখন তাদের অনেকের হাতে টাকা-পয়সা হয়ে গেছে। তারা টাকার গরম দেখায়। মিয়া বংশের লোকজন মনে করে, ছোটলোকের হাতে টাকা হলে টাকার গরম দেখায়। প্রকৃত ধনীরা কখনো টাকার গরম দেখায় না। অন্যদিকে খাঁ বংশের লোকজন বলে, মিয়াদের টাকা থাকলে না টাকার গরম দেখাবে? মিয়ারা বলে, টাকা-পয়সা যতই থাক বংশ দৌড়ে খাঁরা মিয়াদের চেয়ে অনেক পিছিয়ে। খাঁরা বলে, বংশ এখন কিছু নাই। টাকাই আসল। এ ধরনের তুচ্ছ বিষয় নিয়ে মিয়া আর খাঁ বংশের লোকজনের মধ্যে রেষারেষি চলে। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এমনই গল্প নিয়ে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শামীম জামান সম্প্রতি নির্মাণ করেছেন তারকাবহুল ধারাবাহিক নাটক ‘দেমাগ’।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, শামীম জামান, আরফান আহমেদ, জামিল হোসেন, নাদিয়া আহমেদ, রোবেনা রেজা জুঁই, ফারজানা রিক্তা, জয়রাজ, আইনুন পুতুল, ওয়ালিউল হক রুমি, হান্নান শেলী, মিঠু, আমানুল হক হেলাল, লাবণ্য লিজা, সামিনা বাশার প্রমুখ। নতুন ধারাবাহিকটি নিয়ে আশাবাদী শামীম জামান। তিনি বলেন, ‘নাটকের বিষয়বস্তু গ্রামীন জীবন। ১০৪ পর্বের পরিকল্পনা নিয়ে নতুন ধারাবাহিকটি শুরু করেছি। এরই মধ্যে কয়েক পর্ব নির্মাণ হয়েছে। আমার নাটকে সব সময় সমাজে বার্তা দেওয়ার চেষ্টা থাকে। অচিরেই একটি বেসরকারি টিভিতে নতুন ধারাবাহিকটি প্রচার শুরু হবে। আশা করছি দর্শক পছন্দ করবে।’
Leave a Reply