বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আজ। মহান এই নেতার জন্মদিন পালন করা হচ্ছে সারা দেশব্যাপী। সেই কাতারে আছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্রের প্রসার ঘটেছে। তিনিই প্রতিষ্ঠা করেছিলেন চলচ্চিত্রের কারখানা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)।
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে বিএফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কেটে এবং আতশবাজি ফুটিয়ে জমকালো এক আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনোয়ারা, সুজাতা, ডিপজল, রুবেল, শাকিল খান ,আলেক জান্ডার বো, শাবনাজ,অপু বিশ্বাস,জায়েদ খান,শাকিবা, বিলাশ খান, জয় চৌধুরী,বিপাশা কবির, আইরিন,মৌমিতা মৌ, তানহা মৌমাছি, সহ আরো অনেক।
Leave a Reply