শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
Uncategorized

কমফিট কম্পোজীট নীট লিমিটেড পেল ‌’শ্রেষ্ট শ্রমিকবান্ধব কারখানার পুরষ্কার’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

৩য় বারের মতো এসএমএস এবং আরএমজি টাইমসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এসএমএস-আরএমজি টাইমস ওয়ার্কার্স ওয়েলবিইয়িং এ্যাওয়ার্ড ২০২০ (SMS RMG Times Workers Wellbeing AWARD 2020)।
বাংলাদেশের তৈরী পোশাক শিল্প বা গার্মেন্টস কারখানা মধ্যে বহু তৈরি পোশাক কারখানা রয়েছে যারা শুধুমাত্র আইনকানুন মেনেই কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা দিচ্ছেন তেমনটা নয়, বরং এর বাইরেও তারা বিভিন্নভাবে শ্রমিকদের জীবনমান উন্নত করার জন্যে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন বা নানান সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্যে ব্যাতিক্রমী উদ্যেগ নিচ্ছেন।
আর এইসমস্ত সুযোগ-সুবিধা বা গুড প্র্যাকটিসগুলোকে খুঁজে বের করে পুরষ্কৃত করে বাংলাদেশের পোশাক কারখানার গল্প বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই SMS RMG Times Workers Wellbeing AWARD 2020 এর আয়োজন করেছিল।
এইসব শ্রমিক বান্ধব ভাল ভাল বিভিন্ন উদ্যেগের স্বীকৃতি স্বরুপ
কমফিট কম্পোজীট নীট লিঃ কে দেওয়া হয়েছে শ্রেষ্ট শ্রমিকবান্ধব কারখানার পুরষ্কার।
কমফিট কম্পোজিট নীট লিঃ এর পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করেন কোম্পানীর সিওও প্রকৌশলী জনাব কাউসার আলী ও মহাব্যাবস্থাপক জনাব মোহাম্মদ ফারুক হোসেন।

মহা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফারুক হোসেন বলেন, যে ভালো গুনের জন্য কমফিট কম্পোজিট নীট লিঃ কে পুরস্কৃত ঘোষনা করা হয়েছে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি তাদের এই ধারা অব্যাহত রেখে সামনে দিকে এগিয়ে যাবে।

পুরষ্কারের মানদন্ডের জন্যে একাধীক দিক বিচেনা করে সংগঠনটি। তারমধ্যে উল্লেখযোগ্য
নিরাপদ কর্ম পরিবেশ (যা কিনা একর্ড কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষিত), গ্রীন এওয়ার্ড (GREEN GOLD certified by USGBC), শ্রমিক বান্ধব পরিবেশ, উন্নত অবকাঠামো (Modern State of the Art technology), পরিবেশ বান্ধব ব্যাবস্থাপনা (Environment Friendly) সর্বক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার (Most Modern Technology), নবায়নযোগ্য শক্তির ব্যবহার (Renewable Energy) বর্জ্য ব্যাবস্থাপনা (Waste Management) শক্তি ব্যাবস্থাপনা (Energy Efficiency Enhancement), নারীর ক্ষমতায়ন (GEAR by IFC) , শারিরীক ভাবে যারা অক্ষম তাদের কর্মসংস্থান(Physically Challenged), শ্রমিকদের সুচিকিতসা নিশ্চিত (Satelite Clinic) সহ আরও একাধীক বিষয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ