জমজমাট প্রতিবেদক: বৈশাখী টিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের ৭ দিন সকাল ১১টা থেকে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বৈশাখী টিভির প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান। প্যানেল প্রযোকের দায়িত্ব পালন করেছেন মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান সুজন। বিভিন্ন পর্ব উপস্থাপনা করেছেন সানজিদা তন্বী, আফরিন অথৈ, তাসনুভা মোহনা, অনন্যা প্রীতি, উপমা ও তাসনিমা অর্কি।
ঈদের দিন গান গাইবেন- কণ্ঠশিল্পী ফকির শাহাবুদ্দীন ও বিন্দু কনা, দ্বিতীয় দিন খুরশিদ আলম ও চম্পা বনিক, তৃতীয় দিন বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী, চতুর্থ দিন আগুন ও প্রিয়াংকা বিশ্বাস, ৫ম দিন কণ্ঠশিল্পী সালমা, ৬ষ্ঠ দিন রিংকু ও এলিজা পুতুল এবং ৭ম দিন নদী, মুহিন ও ইয়াসমিন লাবন্য।
Leave a Reply