শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
Uncategorized

গানে গানে ঈদ আনন্দ

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

জমজমাট প্রতিবেদক: বৈশাখী টিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের ৭ দিন সকাল ১১টা থেকে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বৈশাখী টিভির প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান। প্যানেল প্রযোকের দায়িত্ব পালন করেছেন মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান সুজন। বিভিন্ন পর্ব উপস্থাপনা করেছেন সানজিদা তন্বী, আফরিন অথৈ, তাসনুভা মোহনা, অনন্যা প্রীতি, উপমা ও তাসনিমা অর্কি।

ঈদের দিন গান গাইবেন- কণ্ঠশিল্পী ফকির শাহাবুদ্দীন ও বিন্দু কনা, দ্বিতীয় দিন খুরশিদ আলম ও চম্পা বনিক, তৃতীয় দিন বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী, চতুর্থ দিন আগুন ও প্রিয়াংকা বিশ্বাস, ৫ম দিন কণ্ঠশিল্পী সালমা, ৬ষ্ঠ দিন রিংকু ও এলিজা পুতুল এবং ৭ম দিন নদী, মুহিন ও ইয়াসমিন লাবন্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ