গ্রামে গান গেয়ে বেড়ানো ছেলে বাঁধন। গান পাগল এই ক্ষুদে শিল্পীকে আবিষ্কার করলেন পদ্মা মিউজিক কোম্পানির কর্ণধার এম এ বাশার তুষার। তিনি এই শিশুশিল্পীর গান লেখার ভার তুলে দিলেন দেশবরেণ্য গীতিকার ও লেখক অনুরূপ আইচের কাঁধে।
বাঁধনের গান শুনে মুগ্ধ হলেন অনুরূপ আইচ। তিনি লিখে ফেললেন গান- “কইলজা কাইট্যা দিয়াও যার মন পাওন যায় না / এমন মরার পিরীত আমি করতামও চাই না”।এই গানটি সুর করেছেন তারুণ্যে ভরপুর উদীয়মান সুরকার ও শিল্পী এস রুহুল। সংগীত পরিচালনা করেন কাউসার খান।
‘কইলজা কাইট্টা’ গানটি প্রসংগে শিশুশিল্পী বাঁধন বলেন, আমি বাশার তুষার স্যারের কাছে কৃতজ্ঞ। তিনি আমার গান বের করে দিয়েছেন। অনুরূপ আইচের মতো এত বড় লেখকের গান করার সুযোগ করে দিয়েছেন। আমার জীবনে এ এক পরম সৌভাগ্য।
অন্যদিকে অনুরূপ আইচ বলেন, শিশুশিল্পী বাঁধন অনেক প্রতিভাবান। আমার কথা বিশ্বাস না হলে, এই গানটি একবার শুনে দেখুন।
Leave a Reply