সম্প্রতি শুটিং শেষ হলো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘হিডেন স্টোরী’র। ‘হিডেন স্টোরী’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন বিদ্যুৎ রায় এবং পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। আর এটি নির্মিত হয়েছে এস.আর. মাল্টিমিডিয়ার ব্যানারে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই ও ইয়াশ রোহান ৷ এটা তাদের প্রথমবার জুটি বেঁধে কাজ করা এবং জুঁইয়ের প্রথম স্বল্পদৈর্ঘ্য। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন- ঝুনা চৌধুরী, আরিয়ান আজাদ প্রমুখ।
দেখা যাবে, পড়ালেখা শেষ করে হোস্টেল ছেড়ে মায়ের কাছে ফেরে নিরব। কিন্তু ঘটনাক্রমে জানতে পারে তার মা সামিয়া পেশায় একজন পতিতা। পূর্ব পরিচিত সোবহান চৌধুরী যখন নিরবকে তার মায়ের সম্পর্কে এসব তথ্য জানায় তখন নিরব প্রথমে হোচট খেলেও পরবর্তীতে নিজেকে সামলে নেয়। সামিয়াকে একজন নষ্টা বা বেশ্যা বলে অবহিত করে নিরবকে তার সঙ্গ ত্যাগের পরামর্শ দেয় সোবহান। বাকরুদ্ধ নিরবের চোখ ঘৃণায় জ্বজ্বল করে ওঠে। এই ঘৃণা তার মায়ের প্রতি..!? নাকি এই সমাজের প্রতি..!? নাকি যারা তার মাকে এই পেশা বেছে নিতে বাধ্য করেছে সমাজে থাকা সেইসব বিকৃত রুচির মানুষদের প্রতি..!? জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
নির্মাতা শাব্দিক শাহিন জানান, গল্পের পরতে পরতে রয়েছে চমক। আশা রাখছি দর্শকের মগজে আলাদা এক চিন্তার বিকাশ ঘটাবে ‘হিডেন স্টোরী’।
নাট্যকার বিদ্যুৎ রায় বলেন, সমাজে প্রচলিত ধারনা ও বিকৃত মনের মানুষদের মুখে চপেটাঘাত করতেই ‘হিডেন স্টোরী’টা লেখা। স্রোতের বিপরীতে হাঁটতে চেয়েছি এবং পরিচালক আমাকে সেই স্বাধীনতা দিয়েছে। আশা করছি আমাদের এই প্রচেষ্টা সারাদেশের দর্শকদের একটা ভিন্ন ধারার ভাবনায় বিমোহিত করে রাখবে।
নির্মাতা সূত্রে জানা যায়, স্বল্প র্দৈঘ্য চলচ্চিত্র ‘হিডেন স্টোরী’ ফেস্টিভালকে মাথায় রেখে নির্মান করা হয়েছে।
Leave a Reply