প্রথমবার সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন নায়ক কায়েস আরজু। ছবিটির নাম ‘হিমুর বসন্ত’। এটি পরিচালনা করছেন মির্জা সাখাওয়াত হোসেন। আজ ছবিটির কাজ রাজধানীর একটি শুটিং হাউজে শুরু হয়েছে। এ ছবিতে তিনি হিমু চরিত্রে অভিনয় করছেন।
কায়েস আরজু বলেন, ছবিতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। দর্শক এতে আমাকে নতুনরূপে দেখতে পাবেন।
অন্যদিকে কিছুদিন আগে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘মুক্তি’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন আরজু। এদিকে জাফর আল মামুনের পরিচালনায় “এক পশলা বৃষ্টি” নামের নতুন একটি ছবির প্রথম লটের শুটিং শেষ করছেন। নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে আরজু বলেন, নতুন এ বছরটা মনে হয় সিনেমাতে ব্যস্ততা বেশি যাবে। কারণ এরই মধ্যে বেশ কয়েকটি ছবির কাজে চুক্তিবদ্ধ হয়েছি। সব মিলিয়ে সিনেমার কাজে হয়তো এ বছরটি ভালোই কাটবে আমার।
শাপলা মিডিয়া প্রযোজিত সিনোমটিতে আরজুর বিপরীতে অভিনয় করেছেন রোমানা নীড়। আরো অভিনয় করেছেন , খলিলুর রহমান কাদেরি ও আনোয়ার সিরাজি সহ অনেকে।
নির্মাতা জানালেন, প্রথম লটের ৫ দিনের কাজ ঢাকায় শেষ করে এরপর ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে করবো । এরপর গান সহ শেষ লটের কাজ শেষ করবো কক্সবাজারে।
Leave a Reply