উত্তম আকাশ পরিচালিত চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’-তে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়ক মুন্না। যার পুরো নাম মাহবুবুর রশিদ মুন্না। পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণকে।ছোটবেলা থেকেই অভিনয়ের প্রবল ইচ্ছে ছিল মুন্নার। সেই নেশা থেকেই সিনেমায় নাম লিখিয়েছেন এই সুদর্শন যুবক। পাড়ার ফুটবল দলে নিয়মিত খেলাধুলার পাশাপাশি গলফেও রয়েছে তার স্বীকৃতি।
খুব শীঘ্রই অভিনেতা মুন্না শুরু করবেন আরো ৪ সিনেমার কাজ। তার মধ্যে সিনেমা গুলো হচ্ছে – ভাগ্য, সুখ ও প্রহর। আজ চিত্রনায়ক মুন্নার জন্মদিন। আর জন্মদিনে ভক্তদের জন্য এই সুখবর দিলেন। তবে এ বছর জন্মদিন পালন করছেন না এ নায়ক।
নায়ক মুন্না বলেছেন, এবারের জন্মদিনে কোনো আয়োজন থাকছে না। জন্মদিন পালন করার ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। নিজের জন্মদিন নিজে পালন করি না কখোনো। তবে আমাকে যারা ভালোবাসেন তারা জন্মদিনে নানা কিছু করেন। এটাই ভালো লাগে।
তিনি জানালেন, কোথাও যাবেন না। করোনার এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাসাতেই কাটবে জন্মদিন।
Leave a Reply