দর্শকপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল নাসরিন। তবে নতুন নতুন বিজ্ঞাপনে মাঝে মাঝে কাজ করতে দেখা যায় তাকে। সম্প্রতি একটি কৃষি পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন পরিচালক আকতারুল আলম তিনু। গত রোববার (২১ মার্চ) থেকে টানা দুই দিন গাজীপুরের বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। নাসরিন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- রুশা রওনক রুশা, এস এম টুটুল, আহমেদ সাব্বির রোমিও, অজিত দাস এবং পরিচালক নিজেও। চিত্রগ্রাহক ছিলেন অপু আহমেদ। বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই প্রচারে আসছে বলেও জানান পরিচালক।
এ প্রসঙ্গে নাসরিন বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তাই আমাদের দেশে কৃষি পণ্যের প্রচুর চাহিদা। সেদিক থেকে কৃষি পণ্যের এই বিজ্ঞাপনটি করে বেশ ভালো লেগেছে। তিনু দারুণ কাজ করেন। তার সঙ্গে ভবিষ্যতে আরও কাজ করার ইচ্ছা আছে।
তিনু বলেন, কৃষি জমির নানাবিধ সমস্যার সমাধান তথা বালাই ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে এই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। নাসরিন আপা গুণী একজন অভিনেত্রী, তাকে নিয়ে কাজ করে বেশ ভালো লেগেছে।
Leave a Reply