বড় পর্দায় দেখা মিললো অপু বিশ্বাসের তিন বছর পর এই অভিনেত্রীর ‘প্রিয় কমলা’- শিরোনামের একটি ছবি মুক্তি পেলো গতকাল। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলেক্ষ্যে রাজধানীর আধুনিক তিন সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স এর দুই শাখা ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেলো এই সিনেমা। অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় ছবিটি পরিচালনা করেন। এতে বাপ্পী চৌধুরীর সঙ্গে অপু জুটি বেঁধেছেন। গেল ডিসেম্বরে শুরু হয়েছিল ‘প্রিয় কমলা’র শুটিং। রীতিমতো দিন-রাত এক করে তিন সপ্তাহে শুটিং শেষ করা হয় সিনেমাটির। এটিতে অপু একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেন।
এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে এলেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। ‘প্রিয় কমলা’য় একটি গান রবীন্দ্রসংগীত এবং অন্যটির কথা লিখেছেন ফরিদুর রেজা সাগর। এর আগে ২০১৮ সালে মুক্তি পায় অপুর ‘পাংকু জামাই’- সিনেমাটি। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত এবং দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি। এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির। এ ছাড়া কলকাতায় তার অভিনীত প্রথম সিনেমা ‘শর্টকাট’- মুক্তির পথে আছে। এটি পরিচালনা করেছেন সুবীর ম-ল।
Leave a Reply