‘ক্যাসিনো’ দিয়ে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি গড়েন শবনম বুবলী। এরপর দ্বিতীয়বার ‘চোখ’ ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন তারা। আসিফ ইকবাল জুয়েল নতুন এই ছবিটি নির্মাণ করেছেন। এতে আরো থাকছেন চিত্রনায়ক রোশান এবং অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সম্প্রতি ঢাকার অদূরে রূপগঞ্জে একটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে ছবিটির শুটিং শেষ হয়েছে। এতে অংশ নেন নিরবও-বুবলী উভয়ই।
নিরব বলেন, গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে চোখ ছবির শুটিং শেষ করলাম। দারুণ লোকশনে গানটির শুটিং হয়েছে। আশা করছি দর্শককে একটি ভালো সিনেমা উপহার দিতে পারবো। গত ১৯ ফ্রেব্রুয়ারি শুরু হয় ছবিটির শুটিং। ঢাকা ও নারায়ণগঞ্জে ছবিটির দৃশ্য ধারণ হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।
এদিকে নিরব-বুবলী জুটির প্রথম ছবি ‘ক্যাসিনো’ও মুক্তির অপেক্ষায়। এটি নির্মাণ করেন সৈকত নাসির।
Leave a Reply