একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত। করোনাভাইরাস পজিটিভ হওয়ায় পর গত (৩১ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।এরপর তাঁকে নেওয়া হয় আইসিইউতে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালোর দিকে।তাই বাড়ি ফিরবেন বলে জানান এই অভিনেতা।
বরণ্য অভিনেতা আবুল হায়াত জানান,সবার দোয়ায় এখন ভালো আছি আলহামদুলিল্লাহ্। চিকিৎসা শেষ। আজকেই রিলিজ দিয়ে দিবে। ওষুধপত্র দিয়ে দিয়েছেন। সেগুলো ঠিকঠাকভাবে খেতে হবে। শারীরিক অবস্থার উন্নতি হলেও করোনামুক্ত নন আবুল হায়াত। তবে তিনি চিকিৎসকের পরামর্শেই বাড়ি ফিরছেন বলে জানালেন। তিনি বলেন, রেজাল্ট এখনও আসেনি। ৫ টার পরে হাতে পাবো। নেগেটিভ, পজেটিভ যাই হোক আজই আমাকে ছেড়ে দিবে। যদি নেগেটিভ হয় তাহলে তো স্বাভাবিকভাবেই সব চলবে। আর নয়তো বাড়িতেই আইসোলশনে থাকতে হবে।
উল্লেখ্য, আবুল হায়াত দেশের সেরা ও কালজয়ী অভিনেতাদের একজন। ১৯৬৯ সাল থেকে তিনি অভিনয় করছেন। এ পর্যন্ত পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন বরেণ্য এই শিল্পী। এছাড়া অসংখ্য সিনেমাতেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
Leave a Reply