রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
Uncategorized

এস মিউজিক জোন ইউটিউব চ্যানেলে এলো রে বৈশাখ

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

বৈশাখ মাতাতে আসছে মিউজিক ভিডিও ‘এলো রে বৈশাখ’। এম এ মোতালেবের কথায় গানটির সুর, সংগীত আয়োজন ও গেয়েছেন কন্ঠশিল্পী সুব্রত সুমন। ১০ এপ্রিল সন্ধ্যা ৬.০০ টায় এস মিউজিক জোন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হচ্ছে। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে তাসনিম ইসলাম, এম বি আর ড্যান্স গ্রুপ ও শিল্পী সুব্রতকে। ঢাকার অদূরে বিক্রমপুরের শ্রীনগর গান চিত্রের দৃশ্য ধারণ হয়। গানটির পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন। চিত্রগ্রহণে ছিলেন রনি লিভার।

গান প্রসঙ্গে শিল্পী সুব্রত বলেন, গানের কথার সাথে মিল রেখে দর্শকদের বিনোদন দিতে গানের ভিডিও নির্মিত হয়েছে। এবারের বৈশাখ আনন্দময় করে দিবে দশর্কদের। এই গান নিয়ে অনেক পরিশ্রম করেছি। আশা করছি সবার ভালো লাগবে। সামনে অনেক গুল%

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ