গত ৯ এপ্রিল বরেণ্য সংগীত শিল্পী তপন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে বলে জানান এই শিল্পী নিজেই। তপন চৌধুরী কানাডায় প্রবাস যাপন করলেও স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন। যদিও সুবর্ণ জয়ন্তীতে তার গান গাওয়া হয়নি।
তপন চৌধুরী বলেন, বর্তামানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। কানাডায় আমার পরিবার সবাই চিন্তিত। ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন। তপন চৌধুরী গানে গানে পার করেছেন চার দশক। দীর্ঘ এ যাত্রায় জনপ্রিয় এই শিল্পী সুরের খেয়ায় তুলেছেন মানুষের ভালোবাসা, পুরস্কার ও সম্মাননা।
Leave a Reply