একটি গানের কাজ করলেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী এইচ এম রানা এবং সিনিয়র নিউজ প্রেজেন্টার ও লেখিকা ফারজানা করিম। ফারজানা করিমের লেখা ‘পথ’ শীর্ষক গানের সুর, সংগীত ও কণ্ঠ দিচ্ছেন রানা।
গানটি প্রসঙ্গে তারা দুজনেই বলেন, এটি একটি পথ হারানো পথিকের গল্প, যে কিনা অন্ধকার ভেদ করে আলোর একটি সুন্দর পথ খুঁজছে..তবুও সেই পথের নাগাল পাওয়াটা তার জন্য অনেক কষ্টসাধ্য। তবুও সে সারাক্ষণ সেই পথেই তার মুক্তির দিশা খুঁজে ফিরে। তারা আরো জানান, খুব শিগগিরই দর্শক শ্রোতা গানটি বিভিন্ন মাধ্যমে শুনতে ও দেখতে পারবেন ।
Leave a Reply