করোনা আক্রান্ত দেশের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখনো সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি। অভিনেত্রী সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে আজ বিকেলে।বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
কবরীর ছেলে শাকের চিশতী এক ভিডিও বার্তায় বলেছেন,আম্মার (কবরী) অক্সিজেন ওঠানামা করছে। এটা ভালো লক্ষণ নয়, তিনি প্রাণপণ লড়ছেন। আমরা আশাবাদী, তিনি সুস্থ্ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে।
তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। কবরীর ফুসফুসের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ।
Leave a Reply