পহেলা বৈশাখ উপলক্ষে দেশের অন্যতম কোরিওগ্রাফার গৌতম সাহা সব সময় সেলিব্রেটি আর্টিস্টদের নিয়ে কাজ করে থাকেন। পহেলা বৈশাখ উপলক্ষে কাজ করলেন -আহাম ফ্যাশন হাউস”এর। এখানে বধূ সাজলেন বিউটি প্রার্থনা ফারদিন দিঘী।
এ প্রসঙ্গে গৌতম সাহা বলেন আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু কাজ উপহার দিতে, সেই সুবাদেই আজকে দিঘীকে নিয়ে কাজ করতেছি। আমি সব সময়ই সেলিব্রেটি আর্টিস্টদের নিয়ে কাজ করে থাকি। দিঘী ছোট বেলা থেকে খুব দর্শক জনপ্রিয়। এখন তিনি বড় হয়ে নায়িকা হয়েছেন। তাই দিঘীকে নিয়ে -আহাম ফ্যাশন হাউস এর কাজ করলাম।
Leave a Reply