বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য অভিনেতা এস এম মহসিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা ১৮ এপ্রিল (রোববার) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।
সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতাকে নিয়ে তাদের বিভিন্ন স্মৃতি- ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক ড.সোহানী হোসেন আজ (১৮ এপ্রিল) এক শোকবার্তায় প্রয়াত এসএম মহসিনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সোহানী হোসেন প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘অন্তরআত্না’ অফিসিয়াল ফেসবুক পেই এক শোকবার্তায় তিনি বলেন,এস এম মহসীন স্যার আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন.! শিক্ষাকতা, শিল্প-সাহিত্যের সঙ্গে একটা জীবন পার করে দিয়েছেন মানুষটি। এজন্য ২০২০ সালে তাকে রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সম্মাননা একুশ পদকে ভূষিত করা হয়। তাঁর প্রয়াণে এদেশ একজন গুণী মানুষকে হারালো। অল্প কিছুদিনের পরিচয়ে মহসীন স্যার আমার হৃদয়ে ঠাঁই পেয়েছিলেন। ‘অন্তরাত্মা’ ছবিতে শেষ অভিনয় দক্ষতা দেখিয়ে তিনি আবারও প্রমাণ করলেন চলচ্চিত্র জগতের সম্পদ ছিলেন। মহসীন স্যারের চলে যাওয়ায় ‘অন্তরাত্না’ সিনেমায় জড়িত প্রত্যেক সদস্য শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুক। আমিন।
এদিকে,একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ চলচ্চিত্রের শুটিংয়ে।এ সিনেমার গল্প এবং প্রযোজনা করেছে ড.সোহানী হোসেন। সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ। ছবিটি প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেইনমেন্ট। মৌলিক গল্পের নির্মিত ‘অন্তরাত্মা’ সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ‘অন্তরাত্মা’ সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ছবিটি চলতি বছরেরই মুক্তি পাবে।
প্রসঙ্গত, রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এসএম মহসিনকে। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর পরীবাগ মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয় বলে জানান অভিনেতার ছেলে রেজওয়ান মহসিন। গত ৫ এপ্রিল তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। ১০ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। টানা সাত দিন তিনি আইসিইউতেই ছিলেন। ১৩ দিন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে আজ সকাল ৯টা ৩০ মিনিটে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
Leave a Reply