করোনামুক্ত হয়েছেন দেশের বর্ষিয়ান অভিনেতা নাট্যকার, পরিচালক ও লেখক আবুল হায়াত ৷ তার করোনামুক্ত হওয়ার খবর গণামাধ্যমকে জানিয়েছেন তার মেয়ে অভিনেত্রী নাতাশা হায়াত। বাবার করোনামুক্তির খবর জানিয়ে নাতাশা বলেন, সবার দোয়ায় আব্বা করোনা মুক্ত হয়েছেন। আব্বার রিপোর্ট নেগেটিভ এসেছে। আল্লাহার কাছে অনেক অনেক শোকরিয়া। আব্বার জন্য সবাই দোয়া করবেন।’
আবুল হায়াত করোনা আক্রান্ত হোন গেলো মাসে। অবস্থা জটিল হলে পরে ৩১ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমদিকে তার শারীরিক অবস্থা বেশ জটিল থাকলেও দ্রুত অবস্থা ঠিক হয়ে আসে বলে সে সময় জানান চিকিৎকরা।
৭৬ বছর বয়সী অভিনেতা আবুল হায়াত ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।
Leave a Reply