ঢালিউড কুইন দর্শক জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ রাজধানীর একটি সরকারী প্রতিষ্ঠান থেকে তিনি ভ্যাকসিন গ্রহণ করেছেন। ‘কোটি টাকার কাবিন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাস ভ্যাকসিন নিয়ে ফুরফুরে মেজাজে আছেন। তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না।
চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ভ্যাকসিন নেয়ার ইচ্ছে ছিল আগেই। কিন্তু সময় সুযোগের অভাবে নেয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে একটি সরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ করেছি। অনেকেই ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করলেও অপু বিশ্বাস কোনো কিছুই টের পাচ্ছেন না বলে জানান।
তিনি আরো বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকেই অসুস্থ হয়েছেন শুনে আমিও শুরুতে একটু ভয় পেয়েছিলাম। কিন্তু নেয়ার সময় ও পরে কিছুই বুঝতে পারিনি। পুরোপুরি আগের মতো আছি। কোনো সমস্যা নেই। আমার পরিবার ও দেশের মানুষের দোয়া আছে বলেই আমি হয়তো সবসময় পুরোপুরি সুস্থ আছি। অপু বলেন, আমার শরীর ঠিকঠাক আছে সন্ধ্যায় জিমে যাবো। সেই প্রস্তুতি নিচ্ছি।নিয়ম মেনে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।
Leave a Reply