চাঁদপুরের মতলব থানার বরদিয়া গ্রামের মেয়ে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। তার সেই গ্রামরে দুই শতাধিক পরিবারের চলাচলের জন্য রাস্তা তৈরি করতে নিজের জমি ছেড়ে দিলেন তিনি। রাস্তাটির দৈর্ঘ্য ২০০ ফুট, প্রস্থ ১০ ফুট। শুধু জমি দান নয়, নিজেই উদ্যোগী হয়ে তৈরি করেছেন রাস্তাটি। গতকাল সবার চলাচলের জন্য সেটি উন্মুক্ত হয়েছে। সেখানে হাজির ছিলেন মুন্নী।
তিনি বলেন, ৩২ বছর আগে রাস্তাটি ছিল, কিন্তু বড় একটি দীঘির কারণে সেটি ভেঙে গিয়েছিল। প্রতিদিন দুই শতাধিক মানুষ প্রধান সড়কে যাতায়াতে বিকল্প রাস্তা ব্যবহার করত। সময় নষ্টের পাশাপাশি কষ্টও হতো তাদের। আমার মনে হয়েছে মানুষের উপকারে কিছুটা জমি ছেড়ে দিলে ক্ষতি কী! তাই নিজের জমির ওপর দিয়ে রাস্তাটি করে দিয়েছি। এখন মানুষ রাস্তাটি দিয়ে চলাচল করছে দেখে ভালো লাগছে।
প্রসঙ্গত, দিনাত জাহান মুন্নি চাঁদপুরেরই কৃতি সন্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুলের সহধর্মিণী।
Leave a Reply