জায়েদ খান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তিনি মূলত ঢালিউডের চলচ্চিত্রে অভিনয় করেন। মহম্মদ হান্নান পরিচালিত ভালবাসা ভালবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরপর দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক। এরই মধ্যে সংগঠক হিসেবে তিনি বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। এছাড়া অভিনয়ের পাশপাশি তাকে বিভিন্ন দাতব্য ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। এরই অংশ হিসেবে এই নায়ক মহামারীর সময়েও পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার (২৬ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এর গেটের সামনে ২০০ রোজাদারের মাঝে ইফতার সামগ্রী এবং মাস্ক বিতরণ করেছেন।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এতে বিপাকে পড়েছে গরীব, দুস্থ ও নিম্নবিত্ত মানুষ। এমতাবস্থায় তাদের পক্ষে খাবার ব্যবস্থা করা কষ্টসাধ্য। তাই জায়েদ খানের পক্ষ থেকে রোজাদারদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও এফডিসির মসজিদে মাসব্যাপি ইফতারের আয়োজন করেছেন তিনি।
Leave a Reply