ঈদ মানেই আনন্দ উৎসব।এই উৎসবে বাড়তি পাওনা দিয়ে আসছেন ‘মেগাস্টার’ শাকিব খান। ২০০৫ সাল থেকে প্রত্যেক ঈদে সিনেমা হলে মুক্তি পেয়ে আসছে শাকিব খান অভিনীত সর্বাধিক ছবি। কিন্তু করোনা প্রাদুর্ভাবে গত দুই ঈদ বড় পর্দায় শাকিবের ছবি থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরা। এবারও ঈদের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে শাকিব খানের। তবে, শাকিব ভক্তদের হতাশা কিছুটা দূর করছে ছোটপর্দার টিভি চ্যানেলগুলো। এবারের ঈদে বড় পর্দায় শাকিব খানের উপস্থিতি না মিললেও, ছোটপর্দায় দেখা যাবে শাকিবের সিনেমা।
ঈদে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত চলচ্চিত্র ‘বীর’ ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে দীপ্ত টিভিতে। শাকিব খান ও বুবলি অভিনীত দর্শকজনপ্রিয় এই সিনেমা চলবে দীপ্ত টিভির ৭ দিনের ঈদ অনুষ্ঠানমালার প্রথম দিন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত বীর চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তিপায় ২০২০ সালে। এই প্রথমবারের মতো টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে ছবিটি। বীর চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কাজী হায়াৎ এবং এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল।
Leave a Reply