ক্যারিয়ারে নানা মাত্রিক চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা আব্দুন নূর সজল। অনেক জনপ্রিয় নাটকও উপহার দিয়েছেন তিনি। এবার সেই গণ্ডি পেরিয়ে দর্শকের সামনে নতুন এক রূপে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়া ‘ব্যাচ ২০০৩’ সিনেমাতে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে সজলের দুর্দান্ত অভিনয়। ডিজিটাল প্ল্যাটফর্ম এসকে মিডিয়ার সাক্ষাৎকার ভিত্তিক ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘রাতের আড্ডায়’ সরাসরি উপস্থিত থেকে অজানা কথা ভক্তদের সঙ্গে শেয়ার করবেন জনপ্রিয় অভিনেতা সজল। খালিদ পাশার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন এসকে মিডিয়ার প্রতিষ্ঠাতা শাকিলুর রহমান।
জানা গেছে, আজ (২৮ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে এসকে মিডিয়া ও রয়্যাল ক্যাফের ফেসবুক পেইজ ও ওয়েব ভার্সনে প্রচার হবে অনুষ্ঠানটি। এতে পাওয়ার্ড বাই হিসাবে আছে ‘রয়্যাল ক্যাফে’। অনুষ্ঠানটি ফেসবুকে প্রচারের পাশাপাশি এটি এসকে মিডিয়ার ইউটিউব চ্যানেলেও প্রচার করা হবে। জানা গেছে, অনুষ্ঠানে একজন জনপ্রিয় সেলিব্রেটিকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়। অনুষ্ঠানে গল্প, আড্ডা, অতিথি জীবনের জানা-অজানা নানা বিষয়ে আলাপ মাধ্যমে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে।
Leave a Reply