মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
Uncategorized

সুইপার মোশাররফ করিম!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৩ মে, ২০২১

আবারও ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। এবার তিনি অভিনয় করেছেন এক সুইপার চরিত্রে। তার নাম কাল্লু। যে কিনা সিটি করপোরেশনের তালিকাভুক্ত পরিচ্ছন্নতাকর্মী কাল্লু সুইপার। সরকারের বরাদ্দ পাওয়া সুইপার কলোনির এক কামরায় মা, বোন আর বউ নিয়ে কাল্লুর সংসার। এই এক কামরার সংসারে বসবাস নিয়ে স্ত্রী রাধার যত ক্ষোভ। কাল্লুর কলেজপড়–য়া বোনকে উঠতে-বসতে কটু কথা শোনায়। একদিন কাল্লুর বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আকস্মিক এই শোক সামলাতে না পেরে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শরীরের একপাশ অচল হয়ে যায় কাল্লুর। রাস্তার মোড়ে কাল্লুর মাকে ভিক্ষা করতে বসায় রাধা। বেশ ভালো টাকা পড়ে তার ভিক্ষার থালায়। সেই টাকা নিয়ে মজনুর সাথে অলঙ্কার বানাতে যায় রাধা। মায়ের ভিক্ষা করা কাল্লু মেনে নিতে পারে না। এরপরই পাল্টে যেতে থাকে চিত্রপট। নাটকের নাম রাখা হয়েছে ‘কাল্লু সুইপার’।

জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। অভিনয় করেছেন মোশাররফ করিম বিপরীতে তানিয়া বৃষ্টি। নির্মাতা জানালেন, ঈদের দ্বিতীয় দিন রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ